১। রাস্তা ফুটপাত ও সারফেস ড্রেন পটহোলস, ভাঙ্গা সাব, রাস্তার উপর মালামাল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করা ইত্যাদি বিষয়ে আবেদন/ অভিযোগ দাখিলের পর সংশিষ্ট বিভাগ কর্তৃক দ্রুত প্রয়োজনীয় ব্যবসহা গ্রহণ করা হয়। এছাড়া ও সড়ক বাতি সংক্রান্ত অভিযোগ প্রাপ্তির পর সল্পতম সময়ের মধ্যে যথাযথ ব্যবসহা নেয়া হয়।
২। সড়ক খননঃ
(ক) পvান, গ্যাস ইত্যাদি সার্ভিস সংযোগের জন্য পৌরসভার প্রকৌশল বিভাগ হতে ফরম সংগ্রহ করতে হয়।
(খ) ফরমটি পূরন করে হোল্ডিং ট্যাক্সের হালনাগাদ রশিদের ফটোকপি সহ পৌর কার্যালয়ে জমা প্রদান করতে হয়।
(গ) আবেদন ফরম জমা প্রদানের পরবর্তী ০৭ (সাত) কার্য দিবসের মধ্যে ক্ষতিপুরনের চাহিদা পত্র প্রস্ত্তত করা হয়।
(ঘ) চাহিদা পত্র অনুযায়ী সংশিষ্ট বিভাগে ক্ষতি পুরনের টাকা জমা প্রদানের পর ০৩ (তিন) কার্য দিবসের মধ্যে সড়ক খননের অনুমতি পত্র পৌর কার্যালয় হতে সংগ্রহ করা যায়।
সড়ক খননের ক্ষতিপুরনের হারঃ পৌর পরিষদ সভার অনুমোদিত
ক্রমিক নং | বিবরন | টাকা (প্রতি বর্গফুট হারে) |
০১. | কাঁচা রাস্তা | ১৫/- |
০২. | ব্রিক সলিং রোড | ৮০/- |
০৩. | এইচ বি বি রোড | ১২৫/- |
০৪. | মেকাডাম সিলকোট রোড | ১৪০/- |
০৫. | মেকাডাম কার্পেটিং রোড | ১৭০/- |
০৬. | আর সি সি রোড | ১৬০/- |
৩। ঠিকাদারী লাইসেন্স তালিকাভূক্তিঃ (নবায়ন, শ্রেনী উন্নয়ন ও রেজিষ্ট্রেশন বই)
লাইসেন্স এর শ্রেনী | নতুন লাইসেন্স ফি | নবায়ন ফি |
ক শ্রেনী | ২৫০০/- | ২০০০/- |
খ শ্রেনী | ২০০০/- | ১৫০০/- |
গ শ্রেনী | ১৫০০/- | ১০০০/- |
আবেদন ফরম | ৫০/- | |
ঠিকাদারী রেজিষ্ট্রেশন বই | ২০০/- | |
পরিমাপ বই | ১০০/- |
তাছাড়া ৫০% জরিমানা দিয়ে ১/০৭/২০১০ ইং তারিখ হইতে ৩০/১২/১০ইং তারিখ পর্যন্ত ঠিকাদারী লাইসেন্স নবায়ন করা যাইবে। এবং ১/০১/২০১১ ইং হইতে ৩০/০৬/২০১১ ইং পর্যন্ত ১০০% জরিমানা দিয়ে নবায়ন করা যাইবে।
বিঃ দ্রঃ পৌরসভা আইন, বিধি, প্রবিধান, উপ-আইন, প্রজ্ঞাপন, পরিপত্র, আদেশ, অফিস স্মারক, বিজ্ঞপ্তি ও নোটিশ সাপেক্ষে এই সিটিজেন চার্টার প্রয়োজনীয় পরিবর্তন ও পরির্ধন করিবার ক্ষমতা পৌর কর্তৃপক্ষ সংরক্ষন করে। |